প্রকাশিত: Mon, Jul 15, 2024 9:42 AM
আপডেট: Sat, Dec 6, 2025 3:49 PM

[১]দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, হাত যখন দিয়েছি কাউকে ছাড়বো না: প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২.১] রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলাম। জঙ্গীবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবার দুর্নীতি ধরবো। আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতিবাজদের খুঁজে বের করছি।

[২.২] প্রধানমন্ত্রী বলেন, অনেকে বলেন, বড় বড় মানুষদের ধরলে সরকারের ইমেজ নষ্ট হবে। আমি তা বিশ^াস করি না। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। 

[২.৩] চীনে ৮ থেকে ১০ জুলাইর সরকারি সফর সম্পর্কে জানাতে প্রধানমন্ত্রী রোববার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে সফরের বিস্তারিত তুলে ধরার পর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

[৩.১] তিনি বলেন, স্বাস্থ্যখাতে এক সময় অনেক দুর্নীতি ছিলো। দুর্নীতির জন্য ঠিকমতো কাজ করা যেতো না। আমরা সে অবস্থার পরিবর্তন ঘটিয়েছি।

[৩.২] তিনি বলেন, ড্রাইভার লেভেলে যখন দুর্নীতি হয়, তখন কী করার থাকে? এতোদিন এদের ধরা হয়নি। আমরা খুঁজে বের করছি, ব্যবস্থা নিচ্ছি। 

[৪] এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করা এক জিনিস। আর ফাইল চুরি করা আরেক জিনিস। স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ফাইল চুরি করলো। সে ফাইল চুরি করতে গেলো, এটা অপরাধ না। সে আবার ফাইল চুরি করার জন্য পুরস্কার পেলো। এটা কী দুর্নীতি না ডাকাতি?

[৫] ওই সাংবাদিক সম্পর্কে তিনি আরো বলেন, ধরা পড়ে আন্তর্জাতিক ফিগার হয়ে গেলো। হিরো হয়ে গেলো, আর আমরা তো জিরো। 

[৬] তিনি বলেন, সারাবিশে^ সব টিভি চ্যানেল ও পত্রিকার মালিক বড়লোকরাই হয়। কিন্তু আমি যখন হাত দিয়েছি, কাউকেই ছাড়বো না। 

[৭] প্রশ্নের জবাবে নোবেলজয়ী ড. ইউনূসের নাম না নিয়েই প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে আর গরীবের টাকা মেরে খাবে, তা কী করে হয়। সেটার নাকি আবার বিচার করা যাবে না!  সম্পাদনা: এম খান